তারা মাছের ডিম সংখ্যা ও অন্যান্য

  • প্রাচীনকালে চীনারা আত্মহত্যা করতে গেলে আধা কিলোগ্রাম লবণ খেত।

  • সমুদ্রের ৪০০ মিটারের বেশি গভীরে সূর্যের আলো পৌঁছায় না।

  • ব্রাজিলে একধরনের প্রজাপতি আছে, যাদের গায়ের রঙের গন্ধ চকলেটের মতো।

  • স্ত্রী তারা মাছ বছরে ২০ কোটির বেশি ডিম পাড়ে।

  • আফ্রিকার কৃষ্ণ ষাঁড় জল পান করে না।

  • সূর্য প্রতি মিনিটে ২৪ কোটি মেট্রিক টন হাউড্রোজেন কণাকে পুড়িয়ে ভস্ম করে।

  • পৃথিবীতে প্রায় সাড়ে নয় হাজার প্রজাতির ঘাস আছে।

  • পৃথিবীর সবচেয়ে ছোট ফুল হচ্ছে গানপাউডার প্ল্যান্ট ফুল।

  • খাওয়ার পর একটি ব্যাঙ হজম করতে সাপের প্রায় ৫০ ঘণ্টা লাগে।

তথ্যসূত্র: বিভিন্ন ওয়েবসাইট ও পত্রপত্রিকা