তেল পানিতে ভাসে

অলংকরণ: সব্যসাচী চাকমা

তখন আমার বয়স পাঁচ কি ছয়। আমি আমার গ্রামের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছি। একদিন খেলতে খেলতে ক্লান্ত হয়ে আমি পানি খাওয়ার জন্য গেলাম রান্নাঘরে। সেখানে আমি এক কৌটাভর্তি তেল দেখতে পেলাম। আমার খালামণির সৌজন্যে আমি জেনেছিলাম, তেল পানিতে ভাসে। তাই আমি পরীক্ষা করে দেখার জন্য কৌটাটা নিয়ে পুরোটাই আমাদের বাড়ির পাশের কুয়ায় ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ উঁকিঝুঁকি দিয়ে কিছুই দেখতে না পেয়ে কাউকে কিছু না বলে ভদ্র মেয়ের মতো খেলতে লাগলাম। আমার এক আপু দুপুরে কুয়া থেকে পানি তুলে গোসল করতে লাগল। গোসলের সময় সে খেয়াল করল, তার শরীর তেল তেল করছে। এরপর সে সবাইকে ডেকে ব্যাপারটা বিশ্লেষণ করতে বসল। আর আমার খেলার সঙ্গীরা বলল, আমি পানি পানের জন্য একবার এদিকে এসেছিলাম। আর সবাই জানত যে আমার মাথায় কিছু থাক আর না থাক, দুষ্টুবুদ্ধি অনেক আছে! ব্যস, আর কি কারও বুঝতে বাকি থাকে যে এই অকাজ কে ঘটিয়েছে! তার পরের ঘটনা তো তোমাদের সবারই খুব ভালো করে জানার কথা!