তোমরা যারা অন্যের লেখা নিজে পাঠাও

তোমরা অনেকেই অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করো। কারও লেখা নিজের বলে চালিয়ে দেওয়া কিন্তু খুব অন্যায়। কিআতে নিজের নাম ছাপানোর জন্য অন্যের লেখা লিখে পাঠানোর কোনো দরকার নাই। হয়তো কিআতে তোমার নাম দেখে 'শাবাশ, দারুণ লিখেছিস'বলে বাহবা দিবে সবাই। কিন্তু পরে যখন টের পাবে তুমি আরেকজনের লেখা নকল করেছ তখন কি তোমার প্রতি তাদের বিশ্বাসটা থাকবে? উল্টো তুমি যদি সত্যি সত্যি দারুণ একটা গল্প বা ছড়া লিখে ফেলবে, তখন সবাই তাকাবে সন্দেহের দৃষ্টিতে। ব্যাপারটা মোটেও আনন্দের কিছু হবে না। তাই তুমি যা ভাবো, সেটাই লিখে পাঠাও। তোমাদের ভাবনা স্বপ্ন নিয়েই কিন্তু কিশোর আলো।