দরজার ওপাশে

অলংকরণ: রাকিব রাজ্জাক

৩১ আগস্ট ছিল খুব খুশির একটা দিন। সেদিন আমাদের নতুন বাসায় এসেছিলাম আমরা। নতুন বাসায় আসা উপলক্ষে মেজবানের আয়োজন করা হলো। একটা গরুও আনা হলো মেজবানের জন্য। সেদিন রাতে ভাত খাওয়ার জন্য খাবার টেবিলে যাচ্ছিলাম আমরা। ঠিক এমন সময় জানালার বাইরে একটা শব্দ হলো। তারপর শব্দ হতে লাগল দরজার বাইরেও। কিন্তু পেছনের দরজা দিয়ে তো কারও আসার কথা না। ভয় পেয়ে গেল সবাই। অনেকবার জিজ্ঞেস করা হলো ‘কে?’ কিন্তু কোনো উত্তর নেই। আওয়াজটা শুনে মনে হচ্ছিল, কেউ যেন পা দিয়ে ধাক্কা দিচ্ছে দরজায়। আমরা ভাবছিলাম এটা হয় ভূত, নইলে কোনো চোর-ডাকাত। দরজা খোলার সাহস পেল না কেউ। শেষে প্রতিবেশীদের কাছে ফোন করা হলো। ১০ মিনিটের মধ্যে চলে এল সবাই। আমরাও বের হলাম। কিসের ভূত, কিসের চোর! কিছুই ধরা হলো না। কারণ, এটা ছিল আমাদের সেই গরু, যেটা মেজবানের জন্য আনা হয়েছিল। সেটাই ছুটে এসে ধাক্কা মারছিল দরজায়।