দরজায় নক

ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?

তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।

অলংকরণ: রাকিব রাজ্জাক

হোটেলের রুমে বসে টেলিভিশন দেখছিল খসরু। গতকাল কুয়ালালামপুরে এসেছে সে; উঠেছে একটা তিন তারকা হোটেলে।

হঠাৎই কে যেন দরজায় নক করল।

খসরু দরজা খুলল; দাঁড়ানো মানুষটাকে সে কখনো দেখেনি।

লোকটা বলল, ‘দুঃখিত। আমার ভুল হয়ে গেছে। ভেবেছিলাম এটা আমার রুম...দুঃখিত, কিছু মনে করবেন না।’

তারপর লোকটা করিডর ধরে হেঁটে লিফটে করে চলে গেল।

খসরু তৎক্ষণাৎ রুমে গিয়ে সিকিউরিটিকে ফোন করে।

কিন্তু খসরুর কাছে লোকটাকে এত সন্দেহজনক মনে হচ্ছিল কেন?

(উত্তর দেখো নিচে)

উত্তর: নিজের রুমে নক করে কেউ ঢোকে না। তাই খসরুর সন্দেহ হয়েছিল, লোকটার দরজা ভেঙে চুরি করার উদ্দেশ্য থাকতে পারে এবং চুরির আগে কেউ রুমে আছে কি না, সেটা নিশ্চিত করার জন্য লোকটা দরজায় নক করে।