দাবা, অঙ্ক এবং অন্যান্য

অলংকরণ: রাকিব রাজ্জাক
  • রাজা: সেনাপতি, তোমাকে বলেছিলাম এবার যুদ্ধ জয় করতে পারলে হাতি, ঘোড়া, নৌকা উপহার দেব।
    সেনাপতি: জি হুজুর। আমি যুদ্ধ জয় করেই ফিরেছি।
    রাজা: এই নাও দাবা।

  • মাহিন: অঙ্ক পরীক্ষায় কত পেয়েছিস এবার?
    অর্ক: ৯৯।
    মাহিন: সেকি! এই নম্বরে তো আমি তিন বিষয়ে পাস করে যেতাম!

  • সৌরভ: কাল আলাদিনের দৈত্য এসে আমাকে বলল, ‘তুমি কী চাও, ১০ কোটি টাকা, নাকি অসাধারণ স্মৃতিশক্তি?’
    পলাশ: আপনি কী চাইলেন?
    সৌরভ: ঠিক মনে পড়ছে না!

  • : সূর্য আর বইয়ের মধ্যে মিল কী?
    : দুটোই খুব দরকারি। কিন্তু দুটোর দিকে তাকালেই চোখ বন্ধ হয়ে আসে।