দায়িত্ব

অলংকরণ: শিখা

আমি যখন পঞ্চম শ্রেণিতে পড়তাম, তখন আমার ছোট ভাই আকাশ পড়ত দ্বিতীয় শ্রেণিতে। আমি ছিলাম খুব দায়িত্বশীল, তাই আমার এবং আমার ভাইয়ের প্রায় সব দাঁত আমিই তুলতাম। তখন আমার ভাইয়ের একটি দাঁত নড়ছিল। ঠিক করলাম, আমিই তুলব। এটা তো আমারই দায়িত্ব। কিন্তু বেঁকে বসল আকাশ। এবার ও তুলতে দেবে না কিছুতেই। লেগে গেল ঝামেলা। আর আমি যেহেতু দায়িত্বশীল, তাই অত্যন্ত দক্ষতার সঙ্গে কষে একটা চড় মারলাম ওকে। সঙ্গে সঙ্গে কান্না শুরু হলো। স্বাভাবিক, চড় অনেকটা সুইচের মতো। দিলেই কান্না বেজে ওঠে। কিন্তু হঠাৎ দেখলাম, কান্নার সঙ্গে রক্তও বের হচ্ছে ওর মুখ দিয়ে। ভয় পেয়ে গেলাম আমি। দেখলাম, ওর দাঁত পড়ে গেছে। তারপর তো মা বকাঝকা করল আমাকে। সেই থেকে নিজেরটা ছাড়া অন্যের দাঁত তোলা নিষিদ্ধ হয়ে গেল। তবে সেদিনের দায়িত্বটা কিন্তু শেষ পর্যন্ত আমিই পালন করেছিলাম। চড় দিয়ে দাঁত ফেলা কিন্তু সহজ ব্যাপার নয়।