দুই বন্ধুর গল্প

কিশোর আলোর সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: তুলি

দুই বন্ধু যাচ্ছে মরুভূমি দিয়ে। পথে ঝগড়া বাধল, এক বন্ধু আরেক বন্ধুর গালে চড় বসিয়ে দিল। মার খেয়ে বন্ধুটি মরুভূমির বালুতে লিখল: আজ আমার বন্ধু আমার গালে চড় মেরেছে।

তারপর তারা আবার ঝগড়া ভুলে সামনে এগোতে লাগল। পথে পড়ল একটি ঝরনা। দুজনে পার হচ্ছে। গলাপানি। চড় খাওয়া বন্ধুটি সাঁতার জানত না, সে পা হড়কে পড়ে গিয়ে ভেসে যেতে বসেছে। দ্বিতীয় বন্ধুটি তাকে উদ্ধার করে ঝরনা পার করিয়ে দিল।

চড় খাওয়া বন্ধুটি পাথরের বুকে খোদাই করে লিখল: আজ আমার বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে।

তার বন্ধু তাকে জিগ্যেস করল, ‘প্রথমবার লিখলি বালুতে, এবার লিখলি পাথরে। ব্যাপার কী?’

ব্যাপার হলো, ‘চড় মারার ঘটনাটা মোটেও বড় ব্যাপার নয়। তুই আমার জীবন বাঁচিয়েছিস, এটাই আসল ব্যাপার। এই কথাই স্থায়ীভাবে সবার সামনে থাকুক। খারাপ কথা মনে রাখতে নেই। এটা প্রচার করেও কোনো লাভ নেই। ভালো ঘটনাই মনে রাখতে হয়। সবাইকে জানাতে হয়। তাহলে অন্যেরা ভালো কাজ করতে উৎসাহিত হবে।’

সুন্দর না কথাটা! ছোটখাটো দুঃখের কথা মনে রেখো না। বড় বড় আনন্দের কথা মনে রেখো। অন্যের কাছ থেকে উপকার পেলে সেই কথাই স্মরণ কোরো। সবাইকে ভালো কথাগুলোই জানাও।