দ্বৈত রায়ের বেশে, হীরক রাজার দেশে

কিশোর ও তরুণ প্রজন্মের কাছে সাহিত্যচর্চাকে আরও জনপ্রিয় করতে এ বছর অক্টোবর মাসজুড়ে সারা দেশের পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে বিএএফ শাহীন কলেজ ঢাকা রাইটার্স ক্লাব আয়োজন করেছিল সাহিত্যবিষয়ক অনলাইন মেগা ফেস্ট ‘সাহিত্যকানন ২.০’, যার মূল প্রতিপাদ্য ছিল, ‘দ্বৈত রায়ের বেশে, হীরক রাজার দেশে’। যেখানে বাংলা সাহিত্যের দুই নক্ষত্র—সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের কালজয়ী বিভিন্ন সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে ‘অবাক কাণ্ড’, ‘গল্প বলা’, ‘ঠিকানা’, ‘বৃহচ্চঞ্চু’, ‘পটলবাবু ফিল্মস্টার’, ‘আদ্যি বুড়োর পদ্যি’, ‘হ-য-ব-র-ল’, ‘জবর বারো’র মতো মোট আটটি সেগমেন্ট রাখা হয়। যেগুলো ছিল মূলত কুইজ, গল্প, কবিতা, বুক ফটোগ্রাফি, বুক রিভিউ, প্রিয় লেখককে উদ্দেশ করে চিঠি লেখাবিষয়ক প্রতিযোগিতা।

উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন ফরিদুর রেজা খান, ওয়ালিদ প্রত্যয় ও কিঙ্কর আহসান। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে গত ১৬ নভেম্বর শুধু স্বাগতিক কলেজের বিজয়ীদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

আয়োজনে ম্যাগাজিন পার্টনার ছিল কিশোর আলো।