নতুন ইংরেজি, জুতার ব্যবসা এবং অন্যান্য

  • ছাত্র: জুন আই কাম ইন স্যার?
    শিক্ষক: এই নতুন ইংরেজি কবে আমদানি করলে?
    ছাত্র: আপনিই তো গত মাসে ক্লাসে ঢোকার সময় বলেছিলেন।
    শিক্ষক: আমি তো বলেছিলাম ‘মে আই কাম ইন’
    ছাত্র: কিন্তু স্যার মে মাস তো শেষ, এখন জুন মাস চলছে।

  • অনেক দিন পর দুই বন্ধুর দেখা হলো।
    ১ম বন্ধু: কিরে, তোর ব্যবসা-বাণিজ্য কেমন চলছে?
    ২য় বন্ধু: ভালোই, নিচ থেকে ওপরে উঠছি।
    ১ম বন্ধু: মানে?
    ২য় বন্ধু: আগে করতাম জুতার ব্যবসা, এখন করি ক্যাপের ব্যবসা।

  • ছাত্রকে পড়া জিজ্ঞেস করলে বলতে পারল না।
    শিক্ষক রাগ করে বললেন, তুমি কি বাসায় পড়ো?
    ছাত্র: না, স্যার
    শিক্ষক: কেন পড়ো না?
    ছাত্র: স্যার, পড়লে ব্যথা পাই তাই।

  • ডাক্তার: বেশি বয়সের জন্য আপনার ডান পায়ের অবস্থা এমন হয়েছে।
    রোগী: বাজে কথা বলবেন না। আমার বাঁ পায়েরও একই বয়স।