নতুন বছর

অলংকরণ: শিখা

নতুন বছর মানে হলো নতুন ক্লাসে ওঠা

আগের চেয়ে বইগুলো হয় একটু মোটাসোটা!

সবাই যখন পাচ্ছে মজা নতুন বইয়ের ঘ্রাণে

তোর একারই দেখছি শুধু শঙ্কা জাগে প্রাণে!

শঙ্কা কিসের? এ বইগুলো পড়তে হবে তোকে।

এত্ত পড়া! হলুদ রঙের শর্ষে দেখিস চোখে!

পড়তে যে তোর ভাল্লাগে না জানব না ক্যান আমি?

তোর কাছে যে পড়ার চেয়ে না পড়াটাই দামি!

এই কারণেই নতুন ক্লাসে রোল গিয়েছে শেষে

আম্মু বকেন, পড়শিরা দেয় দেখলে তোকে হেসে!

ভাল্লাগে তোর? ভাল্লাগে না? পড়িস না ক্যান তবে?

ছাত্রজীবন এখন এবং পড়তে তোকে হবে।

আব্বু যদি কাল থেকে আর না চায় অফিস যেতে

জামা–কাপড় কোথায় পাবি? খাবার পাবি খেতে?

যার যেটা কাজ করতে হবেই—এটাই হলো রীতি

থাকলে হবে মনের ভেতর পড়াশোনার ভীতি?

নতুন দিনে বদলে যাওয়ার শপথ হবে নিতে

আর কত দিন অন্যরা সব মেডেল নেবে জিতে?

তুই কিসে কম? একটু শুধু মন লাগিয়ে পড়া

করলে সেটা তোর পেছনে ছুটবে বসুন্ধরা!

ফার্স্ট হওয়া নয় খুব জরুরি, শেখাই আসল কাজ

পরের বছর আট হবি তুই, আছিস আশি আজ!

পড় রে লেগে তার আগে খা আদা এবং জল

অধ্যবসায় ছাড়া কি পায় প্রত্যাশিত ফল?