নতুন বছরে চট্টগ্রাম কিআ বুক ক্লাব

‘গ্রিক বলো কিংবা মিশরীয় বা ভারতীয়, এই যে বড় বড় প্রাচীন সব সভ্যতা, এদের সবগুলোর ভিত্তিই কিন্তু চিরায়ত মিথলজিতে।’ শ্রাবন্তী সরকারের এই ভূমিকা শুনেই স্ক্রিনে চোখ রেখে নিজ নিজ বাসাতে নড়েচড়ে বসে চট্টগ্রাম কিআ বুক ক্লাবের সদস্যরা। এর পরের কয়েক ঘন্টায় গল্পের ঢঙে দারুণ জমে ওঠে বিশ্বের নানা প্রান্তের পুরোনো সব কাহিনি নিয়ে জম্পেশ আলোচনা।

আরো আলোচনা হয় সুকুমার রায়ের পাগলা দাশু বইটি নিয়ে। একইসঙ্গে চলে তুমুল আড্ডা আর গান। সদস্য সুমাইয়া ইয়াসমিন আবৃত্তি করে শোনায় চমৎকার একটি কবিতা। নতুন বছরে চোখে নতুন নতুন সব স্বপ্ন নিয়ে শেষ হয় নতুন বছরের প্রথম সভাটি।

ভালো কথা, অফলাইনে না হলেও অনলাইনে বুক ক্লাবের কাজ কিন্তু নিয়মিত চলছে। তাই চট্টগ্রাম কিআ বুক ক্লাবের সঙ্গে থাকতে নিয়মিত চোখ রাখো ক্লাবের ফেসবুক পেজে