নতুন বছরের নতুন জামা

১. চলো নতুন বছরের জন্য নতুন একটা জামা বানাই। লাগবে এক পিঠে রং করা লম্বাটে আয়তাকার কাগজ। চিত্রের মতো কাগজের তিন ভাগের এক অংশ তির চিহ্ন বরাবর বাঁ দিকে ভাঁজ করো।
২. এবার ওপরে–নিচে ডটকৃত অংশ দুটি মাঝবরাবর ভাঁজ করো।
৩. এবার ডটকৃত ত্রিভুজাকার অংশ দুটি দুই পাশে মেলে ধরো ও চাপ দিয়ে মিশিয়ে দাও।
৪. ডান পাশের অংশটি এখন পেছনের দিকে ভাঁজ করো।
৫. এবার ডটকৃত ত্রিভুজাকার অংশ দুটি মাঝবরাবর ভালোভাবে চাপ দিয়ে মিশিয়ে দাও। তাতে ৬ নম্বর চিত্রের মতো পাবে।
৬. খেয়াল করে দেখো তির চিহ্নিত সাদা অংশ দুটি হবে শার্টের কলার। এবার ডান পাশের অংশটুকু বাঁ পাশে এমনভাবে ভাঁজ করো যাতে ভাঁজের প্রান্তভাগ ঠিকঠাক কলারের নিচে চাপা পড়ে।
৭. ব্যস, বানানো হয়ে গেল চমৎকার একখান জামা। করোনার এই করুণ সময়ে শপিং মল তো দূরের কথা, তোমার-আমার তো বাড়ির বাইরে যাওয়াই মানা! এর চেয়ে এই বেশ—ঘরে বসেই বানিয়ে ফেলি নতুন বছরের নতুন জামা! না হয় হলোই বা তা কাগজের তৈরি! কী বলো?