নোটবুক

আমার একজন স্যার ছিলেন, সহজ মানুষ বলা যায়। একদিন তিনি বললেন, তাঁর কাছে কিছু একটা চাইতে। তখন আমি চেয়েছিলাম একটা নোটবুক। তখন সম্ভবত সেভেন-এইটে পড়ি। তারপর থেকেই নোটবুকটা আমার সঙ্গী। ইচ্ছা হলেই লিখি নোটবুকের পাতায়। শুধু গল্প বা কবিতাই নয়, কারও কোনো কথা ভালো লাগলে কিংবা না লাগলে আমি টুকে রাখি নোটবুকে। আমার ভালো লাগা, মন্দ লাগা, ভ্রমণের কথা, নতুন কেউ স্কুলে এলে তার কথা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অটোগ্রাফসহ অনেক কিছুই স্থান পায় সেখানে। নোটবুক আমাকে টানে। ছোটবেলা থেকেই জিনিসটার প্রতি আগ্রহ ছিল, তবে তা শুধু স্টিকার লাগানোর জন্য। কিন্তু এখন নোটবুক আমার লেখালেখি আর সব সময়ের সঙ্গী। মাঝেমধ্যে নোটবুকের সঙ্গে কথা বলতেও ইচ্ছা করে। কারণ, কারও সঙ্গে কিছু শেয়ার করতে হলে একটু সাজিয়ে গুছিয়ে বলতে হয়। কিন্তু নোটবুকের সঙ্গে শেয়ার করতে চিন্তা করতে হয় না, হুটহাট লিখে ফেলা যায় যা ইচ্ছা। সত্যি বলতে এমন এক পর্যায় এসেছে, নোটবুকে কিছু শেয়ার করলেই মন ভালো হয়ে যায়।

লেখক: এসএসসি পরীক্ষার্থী, বিকেজিসি গভ. গার্লস হাইস্কুল, হবিগঞ্জ