পদচিহ্নের রহস্য

অলংকরণ: রাকিব রাজ্জাক

গত বছর শীতের সময় নানাবাড়ি বেড়াতে গিয়েছিলাম। সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম। কিন্তু একদিন সন্ধ্যায় দরজার কাছে একটা কালো পায়ের চিহ্ন দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমি বাসার সবাইকে ডেকে দেখালাম। ব্যাপারটা নিয়ে চিন্তায় পড়ে গেল সবাই। কে আবার এল বাসায়? আমি বললাম, এমনও তো হতে পারে যে কেউ চুরি করার জন্য ভেতরে এসে লুকিয়ে আছে...। বড় কেউ সেই কথা কানে না নিলেও আমি আর আমার খালাতো বোন পুরো বাড়ি তল্লাশি চালিয়ে গেলাম। পরে জানা গেল, ওটা আমার মামাতো ভাইয়ের এক বন্ধুর পায়ের ছাপ। তার নতুন জুতা থেকে নাকি অনেক কালি ওঠে, তাই ভেতরে ঢোকার সময় ফ্লোরে পায়ের দাগ লেগেছিল। এ ঘটনা শোনার পর সবার হাসি পেলেও আমার মনটা খারাপ হয়ে গেল। এত দিনে একটা রহস্যময় টপিক পেয়েও হাতছাড়া হয়ে গেল...।

লেখক: অষ্টম শ্রেণি, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল