পাখির প্রতিবাদ

আমাদের পুকুরপাড়ে একদিন আমি একা বসে আছি। এদিক–ওদিক তাকাতেই দেখলাম আমার পাশে ছোট একটি আমগাছের ডালে ঘুঘু পাখির বাসা। বাসায় দুটি ছানা, মা ঘুঘু বসে আছে বাসার পাশে। এমন সময় দেখলাম আকাশে একটি চিল উড়ছে, ঘুঘু পাখির বাসার দিকেই উড়ে আসছে। মা ঘুঘুটি যখন চিলটাকে দেখল, তখনই পাখিটি উড়ে গেল, আর করুণ সুরে ডাকতে শুরু করল। পাখিটির করুণ সুর শুনে শ্যামা পাখিরা তার ডাকে সাড়া দিল এবং দুটি শ্যামা পাখি বাসার কাছে এসে বসল। আর যখন চিল বাসাটির পাশে উড়ে এল, তখনই তারা চিলের মাথায় তাদের শক্ত ঠোঁট দিয়ে আঘাত করতে শুরু করল, এই আঘাত খেতে খেতে চিল অনেক দূরে পালিয়ে গেল শ্যামা পাখির ভয়ে। মা ঘুঘু পাখিটি অনেক খুশি, তার ছানাগুলো এই যাত্রায় বেঁচে গেল। শ্যামা পাখি দুটিও খুশি ঘুঘু পাখিদের ছানাগুলোকে রক্ষা করতে পেরে। পুকুরপাড়ে বসে পাখিদের একে অপরের বিপদে সাহায্য করার দৃশ্য দেখে আমার ওই সময় অনেক ভালো লেগেছে। পাখিদের কাছ থেকে শিখে আমাদেরও উচিত একে অপরের বিপদে সাহায্য করা।

লেখক: শিক্ষার্থী, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা