বাংলার একটি লোকজ ধাঁধা। ধরো, তুমি একটি নৌকার মাঝি। তোমাকে নদী পার করাতে হবে একটি বাঘ, একটি ছাগল এবং কিছু পানপাতা। কিন্তু সমস্যা হলো, বাঘ খেয়ে ফেলতে পারে ছাগলটাকে কিংবা ছাগল খেয়ে ফেলতে পারে পানপাতা। তাই তোমাকে এমনভাবে সব পার করাতে হবে, যেন সবাই সুরক্ষিতই থাকে। কীভাবে করাবে পার?
উত্তর
প্রথমে পার করতে হবে ছাগল। তারপর পার করতে হবে পান, ফেরার সময় আবার সঙ্গে নিয়ে আসতে হবে ছাগলটাকে। তারপর ছাগলটাকে আবার এই পারে রেখে পার করতে হবে বাঘ। সবশেষে আবার নিয়ে যেতে হবে ছাগল।