পাহাড় থেকে পড়ে মৃত্যু

ফেলু মিত্তিরের মতো রাত জেগে রহস্যের সমাধান করা কি তোমার নেশা? তিন গোয়েন্দার মতো খুলতে ইচ্ছা করে রহস্যের জট? ব্যোমকেশের আগেই কি তুমি খুঁজে বের করতে পারো অপরাধীকে?

তাহলে তোমার জন্যই রইল দারুণ এই রহস্যজট।

অলংকরণ: রাকিব রাজ্জাক

মিস্টার চৌধুরী এবং মিসেস চৌধুরী। দুজনেই বেশ ভ্রমণপিপাসু ছিলেন।

গত সেপ্টেম্বরে তাঁরা কাঠমান্ডু যান ঘোরার উদ্দেশ্যে। কিন্তু দুই দিন পর মিস্টার চৌধুরী একা ফিরে আসেন দেশে। তিনি পুলিশের কাছে যান এবং জানান, মিসেস চৌধুরী পাহাড় থেকে পড়ে মারা গেছেন।

পরদিন ইন্সপেক্টর আশরাফ সহকর্মীদের নিয়ে মিস্টার চৌধুরীকে গ্রেপ্তার করেন; তাঁর ওপর স্ত্রীকে খুনের অভিযোগ আনা হয়। মিস্টার চৌধুরী তাঁর অপরাধ স্বীকার করেন এবং গোয়েন্দা সংস্থার লোকজনকে জিজ্ঞেস করেন, খুনটা যে আমি করেছি, তা বুঝলেন কীভাবে?

ইন্সপেক্টর আশরাফ বলেন, আপনি যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে নেপাল যান, তাদের সঙ্গে যোগাযোগ করি আমি। প্রয়োজনীয় তথ্য দিয়ে তারা আমাদের সহায়তা করে।

ট্রাভেল এজেন্সি থেকে ইন্সপেক্টর আশরাফকে কী তথ্য দেওয়া হয়?

(উত্তর দেখো নিচে)

উত্তর: ট্রাভেল এজেন্সি ইন্সপেক্টর আশরাফকে জানায়, মিস্টার চৌধুরী নিজের জন্য রাউন্ড ট্রিপ টিকিট করলেও নিজের স্ত্রীর জন্য ওয়ানওয়ে টিকিট করেন।