পিজ্জা, পাওনা টাকা এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • চিকনচাকন রাসেল গিয়েছে পিজ্জা কিনতে।
    দোকানদার: স্যার পিজ্জাটা ৪ পিস করব, না আট পিস?
    রাসেল: তুমি বরং ১৬ পিস করে দাও। ডাক্তার বলেছে বেশি করে খেতে।

  • শিক্ষক: তোমরা প্রতিদিন নিয়মিত খেলাধুলা করবে। এতে শরীর ও মন দুটিই সতেজ থাকবে।
    বল্টু: স্যার, আমি প্রতিদিন ক্রিকেট, ফুটবল ও টেনিস খেলি।
    শিক্ষক: গুডবয়। শাবাশ। তা তুমি প্রতিদিন কয় ঘণ্টা করে খেলো?
    বল্টু: স্যার মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত।

  • প্রথম বান্ধবী: শুনলাম বিয়ে করেছিস। তা তোর স্বামী লম্বা না বেঁটে।
    দ্বিতীয় বান্ধবী: ও আসলে দুটিই।
    প্রথম বান্ধবী: কী সব বলিস! একই সঙ্গে আবার লম্বা, বেঁটে দুটি হয় কেমন করে?
    দ্বিতীয় বান্ধবী: ও যখন লম্বা লোকের পাশে দাঁড়ায় তখন ওকে বেঁটে লাগে। আর বেঁটে লোকের পাশে দাঁড়ালে ওকে মনে হয় লম্বা!

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • রনি: আমার একটা সমস্যা হচ্ছে।
    ডাক্তার: কী?
    রনি: যখন যার সঙ্গে কথা বলি, তাকে দেখতে পাই না।
    ডাক্তার: কখন এ রকম হয়?
    বল্টু: যখন ফোনে কথা বলি।

  • : আমার পাওনা টাকা দেবেন কি না বলেন?
    : আজ পারছি না, কাল দিয়ে দেব।
    : ও কথা অনেক শুনেছি। আজ এক্ষুনি টাকা দিতে হবে।
    : দেব না, কী করবেন?
    : কিছুই করব না, শুধু আপনার অন্য পাওনাদারদের
    বলব যে আমার পাওনা আপনি মিটিয়ে দিয়েছেন।

  • মানিক: দয়া করে তাড়াতাড়ি ৫০৬ নম্বর রুমে চলে আসুন।
    হোটেল ম্যানেজার: কেন, সমস্যা কী?
    মানিক: আমার বন্ধু জানালা দিয়ে লাফ মেরে আত্মহত্যা করতে চাচ্ছে।
    হোটেল ম্যানেজার: আপনি বন্ধু হয়ে কিছু করছেন না। আর আমি কী করতে পারি?
    মানিক: আরে ভাই, এখন কথা বলার সময় নয়। আমার বন্ধু কিছুতেই জানালা খুলতে পারছে না।