পিয়ানো একখান

১. প্রথমে এক পিঠ সাদা ও আরেক পিঠ রঙিন একটি আয়তাকার কাগজ নাও। চিত্রের মতো ডটলাইন বরাবর ভাঁজ করো।
২. পুনরায় ডটলাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৩. এবার দুই পাশ থেকে ডটলাইন বরাবর ভাঁজ করে মাঝলাইনে এনে মেলাও। তাতে ৪ নম্বর চিত্রের মতো পাবে।
৪. ওপরের ডটলাইন দুটি লক্ষ রাখো, পরবর্তী ধাপে কাজে লাগবে। ৩ নম্বর ধাপের ভাঁজ করা অংশ দুটি পরপর মেলে ধরতে হবে। প্রথমে ডান পাশের অংশটি ডানে মেলে ধরো। এবার ওপরের ডটকৃত ত্রিভুজাকার অংশটি ভেতরের দিকে ভাঁজ করো ও চাপ দিয়ে মিশিয়ে দাও। তাতে ৫ ও ৬ নম্বর চিত্রের ডান পাশের অংশের মতো হবে।
৫. এবার বাম পাশের অংশটি বামে মেলে ধরো এবং আগের মতো ওপরের ডটকৃত ত্রিভুজাকার অংশটি ভেতরের দিকে ভাঁজ করো ও চাপ দিয়ে মিশিয়ে দাও। তাতে ৬ নম্বর চিত্রের মতো হবে।
৬. এবার মধ্যের অংশটি ওপরের দিকে ভাঁজ করো।
৭. ওপরের অংশটি এবার ডটলাইন বরাবর নিচের দিকে ভাঁজ করো।
৮. এবার দুই পাশের অংশ দুটি মাঝবরাবর চেপে ধরো।
৯. ওপরের সাদা অংশটি নিচের দিকে নামিয়ে নাও এবং এর ওপর সাদাকালো কি–গুলো এঁকে নাও।
১০. এবার চেয়ে দেখো তো—ঠিক ঠিকই বানানো হয়ে গেল একখান কাগুজে পিয়ানো। পিয়ানো বাজাতে পারো আর না পারো, বানাতে তো পারো! হলোই–বা তা কাগজের তৈরি! কী বলো?