পিয়ানো, টেনিস র‍্যাকেট এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • তারিক: বলো তো, পিয়ানো শিখতে প্রথমে কী লাগে?
    রাশেদ: কী?
    তারিক: একটা পিয়ানো।

  • বিদেশি টেনিস প্লেয়ার: আপনারা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলেন?
    হানিফ: হ্যাঁ।
    টেনিস প্লেয়ার: তাহলে আপনারা টেনিস র৵াকেট দিয়ে কী করেন?
    হানিফ: মশা মারি।

  • রাস্তায় দুই বন্ধুর দেখা।
    হাসিব: কী ব্যাপার, তোকে বিমর্ষ দেখাচ্ছে। মন খারাপ কেন?
    ফয়সাল: আর বলিস না, একজনকে প্লাস্টিক সার্জারি করার জন্য দুই লাখ টাকা ধার দিয়েছিলাম। এখন ব্যাটার চেহারাই চিনতে পারছি না!

  • ফুটবল খেলতে ইচ্ছা হলে আমরা মাঠে যাই কেন?
    মাঠ আমাদের কাছে আসে না, তাই।

  • মাথায় খাঁচাভর্তি মুরগি নিয়ে বাজারে যাচ্ছিল চাষিপুত্র। এমন সময় খাঁচাটা মাথা থেকে পড়ে খুলে গেল, মুরগিগুলোও ছাড়া পেয়ে সব এদিক-ওদিক ছোটাছুটি শুরু করল। বহু কষ্টে সব কটি মুরগি ধরে খাঁচার ভেতরে ঢোকাল চাষিপুত্র। ভয়ে ভয়ে বাড়ি ফিরল।

    চাষি: কী রে, ফিরে এলি কেন?
    চাষিপুত্র: ইয়ে মানে, আব্বা, যাওয়ার পথে খাঁচাটা ভেঙে মুরগিগুলো বেরিয়ে গিয়েছিল। অবশ্য আমি ১১টা মুরগিই ধরে ফেলেছি, কোনোটাই পালাতে পারেনি।
    চাষি: শাবাশ ব্যাটা! তুই সাতটা মুরগি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলি!

  • বস: আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা নিয়ম ফলো করি।
    প্রার্থী: কী কী স্যার?
    বস: আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে পরিষ্কার–পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাটে জুতার তলা মুছে এসেছেন?
    প্রার্থী: জি স্যার!
    বস: আমাদের প্রথম নিয়ম হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোনো ম্যাট ছিলই না! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না!