পৃথিবীর সবাই একই সময় ঘুমিয়ে পড়লে কী হবে?

আচ্ছা, সারা পৃথিবীর সবাই যদি একই সময়ে ঘুমিয়ে পড়ে, তাহলে কী হবে ভাবতে পারো?

পৃথিবীতে প্রতিমুহূর্তে কেউ না কেউ কাজ করছে। ভিন্ন ভিন্ন সময়ভেদে বিশ্বের নানা প্রান্তের মানুষ ব্যস্ত নিত্যদিনের কাজে। সবাই একই সময়ে ঘুমালে নিত্যদিনের কাজে ব্যাঘাত ঘটবে।

পৃথিবীর সময়কালকে বিজ্ঞানীরা ২৪টি ভাগে ভাগ করেছেন। প্রতিটি ভাগকে বলা হয় টাইম জোন। ভিন্ন টাইম জোনে সূর্যের অবস্থান হিসাবে ঘড়ির ভিন্ন মান ধরা হয়। যখন যুক্তরাষ্ট্রে দিন থাকে, তখন আমাদের দেশে হয় রাত। বিশ্বের সবাই যদি একই সময়ে ঘুমায়, তাহলে কেউ ঘুমাবে রাতে, আবার কারও ঘুম পাবে রৌদ্রোজ্জ্বল দুপুরে। কিন্তু আমাদের শরীর এভাবে দিনের আলোতে ঘুমানোর জন্য তৈরি হয়নি।

তবে এতে সবার মধ্যে যোগাযোগ সহজ হবে। একে অন্যের সঙ্গে যেকোনো প্রয়োজনে তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারবে মানুষ। পৃথিবীও নির্ধারিত সময়ে দূষণ থেকে বিরত থাকবে। কলকারখানা, যানবাহনসহ যেসব কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, সেগুলো থেকে ঘুমের এই সময়ে বিরত থাকবে সব মানুষ, যা পৃথিবীর জলবায়ুতে প্রভাব বিস্তার করবে। ঘুমের সময় বিশ্বে একই সময়ে বিদ্যুতের ব্যবহার কমে যাবে, তখন আরও বেশি পরিবেশবান্ধব হয়ে উঠবে পৃথিবী।

কিন্তু আসলেই কি এত কিছু ঠিকঠাকভাবে চলবে এই নিয়মে? উঁহু...ঠিক ধরেছ। এই প্রশ্নের উত্তর ‘না’। দিনের আলোতে কাজ আর রাতে বিশ্রাম-এতই অভ্যস্ত মানুষ, যা চলে আসছে প্রাগৈতিহাসিক কাল থেকেই। মানুষের জিন এই নিয়মে অভ্যস্ত। এর ব্যত্যয় ঘটলে পৃথিবীর অনেক স্থানের মানুষ তাদের দৈনন্দিন কাজ ঠিকভাবে করতে পারবে না। কৃষিকাজ, মাছ ধরাসহ আরও নানা রকম গুরুত্বপূর্ণ কাজে সূর্যের আলোর প্রয়োজন হয়। সূর্যের আলো থাকা অবস্থায় ঘুমিয়ে থাকলে তারা তো এ কাজগুলো সঠিকভাবে করতে পারবে না।

সব মানুষের টানা আট ঘণ্টা ঘুমের বিরতিতে আপাতদৃষ্টিতে প্রকৃতিতে দূষণ না ঘটলেও প্রকৃতির স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটায় অনেক বিপর্যয় ঘটবে। ঝামেলা হবে বিদ্যুৎশক্তি নিয়েও। ঘুম থেকে উঠে সবাই একসঙ্গে বিদ্যুৎ ব্যবহার শুরু করলে বেশি চাপ সহ্য করতে হবে উৎপাদন কারখানাগুলোকে। ফলে বেশি চাপ সইতে না পেরে বিপর্যস্ত হবে বিদ্যুৎ–ব্যবস্থা।

অন্যদিকে রাতে ঘুমানো বাদ দিয়ে কাজ করলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। মানুষের স্মরণশক্তি কমে যাবে, রক্তচাপ বাড়বে, মানুষ হতাশায় ভুগবে।

তাই একই সময়ে সবাই ঘুমালে পৃথিবীর নিয়মকানুন যে খুব ভালো চলবে না, সেটা এবার বুঝতেই পারছ।

ইনিশ ডট কম অবলম্বনে