ছোটকালে আমার একটা দুষ্টু শখ ছিল। বিভিন্ন ধরনের ছোট-বড় পোকামাকড়কে আধমরা করে ধরে এনে বাক্সে রাখতাম। মশা, মাছি, ফড়িং, প্রজাপতি, জোনাকি, মাকড়সা, তেলাপোকা এমনকি ভয়ানক ক্ষতিকর পোকা যেমন—ভ্রমর, ভিমরুল, শুঁয়াপোকা, কাঁকড়াও পারলে ধরে আনতাম। শখ করে একবার চট্টগ্রাম সাগরপাড় থেকে রাজকাঁকড়াও ধরে ঢাকায় এনেছিলাম। দেখতে খুব ভয়ানক ছিল। ঢাকায় আনার পর যাকেই দেখিয়েছি সবাই ভয়ে চমকে উঠত। আমার কারণে ঘরে কোনো টিকটিকি থাকত না। সবগুলোকে আধমরা করে ছোট ছোট বাক্সে রেখে দিতাম। ছোটকালে এই কাজের জন্য বন্ধুরা আমাকে ভয়ও পেত। একদিন এভাবে একটা চামচিকাকে ধরে খাঁচায় রেখেছিলাম। এ রকম আজেবাজে শখের জন্য আম্মু সব সময় বকা দিত। আর বলত, এসব নিরীহ জীবের অভিশাপ লাগবে। একদিন একটা বোলতা ধরে এনে বাক্সে রেখে দিয়েছিলাম। ঠিক তার পরের দিন বাক্সটা খুলতেই বোলতাটা আমার হাতের ওপর হুল ফুটিয়ে দিল। ব্যথায় আমার করুণ অবস্থা। মনে মনে ভাবলাম, এত দিন কারও কথায় পাত্তা দিইনি বলে আমার আজ উচিত শিক্ষা হলো। এরপর থেকে আর কখনো কোনো পোকামাকড় ধরিনি।