প্রতিযোগিতা

অলংকরণ: রাকিব রাজ্জাক

প্রায়ই বাসা থেকে হেঁটে কলেজে যেতাম আমি। আর এই সময়টায় ঘটত মজার সব ঘটনা। প্রায়ই স্কুলের একটি বাচ্চার সঙ্গে দেখা হতো রাস্তায়। কেন যেন সব সময় আমার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটার চেষ্টা করত সে। আমি জোরে হাঁটলে দৌড়ানো শুরু করত ও। একদিন এভাবেই দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে তার পা ছিলে ফেলল বাচ্চাটি। ওকে দেখে খারাপই লাগছিল আমার। কিন্তু ওর চোখে ছিল একধরনের রাগ। এ ঘটনার পর আর ওকে তেমন দেখিনি বা দেখা হলেও ও আর প্রতিযোগিতা করতে আসেনি।