প্রথম বেসরকারি মহাকাশযান

গত ১৫ নভেম্বর প্রথম বেসরকারি নভোযান উড্ডয়ন করা হয়েছে। এবারের মিশনের নাম ‘ক্রু-১ মিশন’। মহাকাশযানটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উড্ডয়ন করা হয়। এই মহাকাশযানে মোট চারজন নভোচারী আছেন। তাঁদের মধ্যে মার্কিন নভোচারী মাইকেল হপকিনস, ভিক্টর গ্লোবার ও শ্যানন ওয়াকার ছাড়া আছেন জাপানের সোচি নোগোচি। তাঁদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানে তাঁরা থাকবেন ছয় মাস। নাসার সহযোগিতায় ক্রু ড্রাগন মহাকাশযানটি তৈরি করেছে ইলন মাস্কের স্পেস এক্স। বাণিজ্যিক মহাকাশশিল্পের জন্য এক নতুন যুগের সূচনা হলো।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি