প্রাপ্তি

অলংকরণ: রাকিব রাজ্জাক

কয়েক দিন আগের ঘটনা। আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার হিট হচ্ছিল। একদিন আমি আর আমার এক বান্ধবী মাঠে বসে আছি, তখন ক্লাস সিক্সের একটা মেয়ে এসে আমাদের জিজ্ঞাসা করল, ‘আপুরা কী করো?’ আমার বান্ধবী বলে, ‘বসে গল্প করছি।’ তারপর মেয়েটা আমাদের নাম জিজ্ঞাসা করল। আমার নাম দিয়া (আমার ডাকনাম)। তখন মেয়েটা বলল, ‘তুমি কি সামিয়া আফরিন?’ আমি বললাম, হ্যাঁ। ‘তোমার লেখা কিআতে ছাপিয়েছে তা–ই না?’ মেয়েটা বলল। আমি বললাম, ‌‘হ্যাঁ।’ আর জিজ্ঞাসা করলাম, আমি তো আমার নাম এখন দিয়া বললাম, তুমি কী করে জানলে আমিই সামিয়া আফরিন? তখন মেয়েটি বলে, ও একজনের কাছ থেকে শুনেছে। আমার তখন এত ভালো লাগছিল, কী বলব! আমার এ প্রাপ্তি কিআর জন্য। তাই ধন্যবাদ কিআ।

লেখক: শিক্ষার্থী, ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয়, পাবনা