প্রোগ্রামিং ক্লাবের দ্বিতীয় সভা

মুষলধারে বৃষ্টিতে ঘরে টেকাও দায়, সেই বৃষ্টিতেও বাইরে বেরিয়ে কিআ সমাবেশকক্ষে জড়ো হয় একদল ছেলেমেয়ে। তাদের লক্ষ্য প্রোগ্রামিং শেখা। ১৩ মে কিআ প্রোগ্রামিং ক্লাবের দ্বিতীয় সভায় উপস্থিত ছিলেন হাসনাইন হেইকেল। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ঋদ্ধ ও রাইদা। শুরুতেই আলোচনা হয় প্রোগ্রামিং ভাষা নিয়ে। হাসনাইন স্যার জানান, প্রোগ্রামিং ভাষা শেখার জন্য ইংরেজিতে অজস্র বই আছে। আর বাংলায় তামিম শাহরিয়ার সুবিনের প্রোগ্রামিং বইটি আদর্শ। আর কোনো সমস্যায় পড়লে ফেসবুক গ্রুপ ও ফোরাম তো আছেই। পরে তিনি আলোচনা করেন স্ক্র্যাচ প্রোগ্রামিং ভাষা নিয়ে। স্ক্র্যাচ এমআইটির তৈরি ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা। এটি দিয়ে অ্যানিমেশন ফিল্ম ও গেমস তৈরি করা যায় সহজেই। স্ক্র্যাচ দিয়ে রোবট নিয়ন্ত্রণ করার একটা প্রজেক্টে কাজ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবে, যেখানে বাচ্চারাও এ ভাষা দিয়ে একটি রোবট নিয়ন্ত্রণ করতে পারবে।

পরে গেম প্রোগ্রামিং নিয়ে আড্ডা দেন ঋদ্ধ ও রাইদা। সামনের সভা শুরুর আগে স্ক্র্যাচ দিয়ে দারুণ কিছু তৈরি করে ফেলার উদ্দীপনা দিয়ে শেষ হয় এবারের কিআ প্রোগ্রামিং ক্লাবের মিটিং।

  • স্ক্র্যাচ শিখতে চাইলে এই লিংকে যেতে পারো:  scratch.mit.edu
  • তামিম শাহরিয়ার সুবিনের প্রোগ্রামিং বইটি অনলাইনে পড়তে চাইলে: cpbook.subeen.com

লেখা: কিআ প্রতিবেদক

ছবি: মাসুদুল হক