পৃথিবীতে উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পোড়ানো সম্ভব হয়েছে। বাকি ৯১ শতাংশ এখনো টিকে আছে। তবে আশার কথা হলো, ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নতুন প্রজাতির মাশরুম খুঁজে পেয়েছেন। এই মাশরুম প্লাস্টিক খায়। এর নাম রাখা হয়েছে পেস্টালোটিওপিস মাইক্রোস্পোরা। মাশরুমগুলো প্লাস্টিকের উপাদান, পলিউরেথেন খায় এবং জৈব পদার্থে রূপান্তর করে। ফলে ভবিষ্যতে প্লাস্টিক থেকে মুক্তি পেতে এই প্রজাতির মাশরুম ব্যবহার করা যেতে পারে। এই মাশরুম প্লাস্টিকের বর্জ্যের ওপরে তৈরি করা গেলে প্লাস্টিকগুলো সার হিসেবে ব্যবহৃত হতে পারে। এ ছাড়া মাশরুমটিকেও জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ফলে পৃথিবী পরিষ্কার করতে মাশরুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মাশরুম এখন পর্যন্ত শুধু আমাজনেই পাওয়া গেছে। বিজ্ঞানীর মতে, অক্সিজেনের পরিমাণ অনেক কম থাকলেও এই মাশরুম তৈরি হতে পারে। কারণ, জৈব পদার্থের মাধ্যমে এটি প্রয়োজনীয় অক্সিজেন পায়। মাশরুমগুলো প্লাস্টিককে দুই সপ্তাহের মধ্যে জৈব পদার্থে রূপান্তর করতে পারে।