প্লাস্টিকের বাঁদর, জেলখানা এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • মাসুম: তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমাকে ৫০০ টাকা দেব।
    সোহান: বলো, প্রশ্নটা কী।
    মাসুম: একটি হাতির সামনে ১০টি কলা ছিল, হাতি ৯টি কলা খেল। একটি কলা খেল না কেন?
    সোহান: কলাটি পচা ছিল।
    মাসুম: হয়নি, কলাটি প্লাস্টিকের ছিল…
    সোহান: তুমি তাহলে বলো তো, একটি বাঁদরের সামনে ১০টি কলা ছিল, কিন্তু সে একটিও খেলো না কেন?
    মাসুম: কলাগুলো প্লাস্টিকের ছিল।
    সোহান: হয়নি।
    মাসুম: তাহলে?
    সোহান: বাঁদরটা প্লাস্টিকের ছিল।

  • এক কৃপণ ব্যক্তির কাছ থেকে আরেক কৃপণ ব্যক্তি কুয়া কিনল। পরের দিন বিক্রেতা ক্রেতাকে বলল—
    বিক্রেতা: আমি আপনাকে শুধু কুয়াটাই বিক্রি করেছি। ওটার জল ব্যবহার করতে হলে আলাদা করে জলের দাম দিতে হবে।
    ক্রেতা: আমি ঠিক এটাই আপনাকে বলতে যাচ্ছিলাম। বলছি কুয়ায় যত জল আছে, তা এক্ষুনি তুলে নিয়ে যান। না হলে কুয়ায় জল রাখার জন্য আপনাকে রোজ ভাড়া গুনতে হবে।

  • এক জেলখানা থেকে একজন বিপজ্জনক আসামি পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাজ্যের সব থানায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা আসামির চারটি ছবিসহ সতর্কবার্তা পাঠানো হয়। দিন তিনেকের মধ্যেই এক সীমান্তবর্তী থানা থেকে সংবাদ এল ছবির তিনজন আসামি ধরা পড়েছে। একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

  • চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ংকর প্রাণী, কী ভীষণ হিংস্র সে!
    ছেলে: (কাঁদো কাঁদো হয়ে) বাবা, এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে…
    বাবা: (আদুরে স্বরে) কী হবে তাহলে?
    ছেলে: আমি বাসায় যাব কীভাবে! ভ্যাঁ…

  • ছেলে: বাবা, আমাকে আরেক গ্লাস পানি দাও।
    বাবা: তোমার এত পানি লাগে কেন? তোমাকে এর ভেতর ১০ গ্লাস পানি দিয়েছি।
    ছেলে: কিন্তু বাবা, বিছানায় যে আগুন ধরিয়েছি, সেটা তো নিভছে না!

  • রেস্টুরেন্টে খেতে গিয়ে কাস্টমার বয়কে বলছে, এটা চা না কফি? একদম পেট্রলের মতো লাগছে!
    বয় বলল, তাহলে ওটা কফিই হবে। কারণ শুনেছি চা-টা কেরোসিনের মতো লাগে।