‘পড়ার ফাঁকে প্রতিযোগিতা আর প্রতিযোগিতার ফাঁকে পড়ালেখা করি’ — ফাহিম ফয়সাল

কিশোর আলো থেকে যখন বুক ক্লাব খোলার ঘোষণা এল, তখন অনেকের মতো টাঙ্গাইলের কালিহাতীর একটি ছেলেও ১৫ জন বন্ধু নিয়ে খুলেছিল একটি ক্লাব। নিজের স্কুল কালিহাতী আরএস পাইলট উচ্চবিদ্যালয়ের এই বুক ক্লাবের পক্ষে নিজ উদ্যোগেই ছেপেছিল সদস্য ফরম। শিক্ষকদের সহযোগিতা নিয়ে স্কুলে বুক ক্লাবের সদস্যসংখ্যা বাড়াতে থাকে সে। এরপর নিজের স্কুলের পাশাপাশি অন্যান্য স্কুল থেকেও সদস্য নিতে শুরু করে। এখন সেই বুক ক্লাবের সদস্য প্রায় ৩০০ জন। নানা সময়ে এই ক্লাব থেকে বই পড়াবিষয়ক নানা কার্যক্রম সমন্বয় করে সে। পাঠচক্র, লেখালেখিবিষয়ক আলোচনা তো আছেই। প্রতিবছর কালিহাতী বইমেলায় কিশোর আলোর পক্ষ থেকে স্টল ব্যবস্থাপনার দায়িত্বও পায় বুক ক্লাবের সদস্যরা। বইপ্রেমী এই ছেলেটির নাম ফাহিম ফয়সাল। ২০১৬ সালে দেশের আর সব বুক ক্লাবকে পেছনে ফেলে তার নেতৃত্বাধীন কালিহাতী কিআ বুক ক্লাব কিশোর আলোর বর্ষসেরা বুক ক্লাব নির্বাচিত হয়। কিআনন্দ-৩-এর মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে ফাহিম ও তার দল।

শুধু সাংগঠনিক দক্ষতাই নয়, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, রচনা লেখাতেও সে বিশেষ পারদর্শী। এসবের নানা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার অর্জন করেছে সে। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মেধাবী হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছে একাধিকবার। এ ছাড়া বিজ্ঞান মেলা, গণিত উৎসব, ভাষা প্রতিযোগেও নিয়মিত অংশ নেয় সে। পড়ালেখায়ও পিছিয়ে নেই ফাহিম। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে সে, অষ্টম শ্রেণিতে পায় জিপিএ-৫-সহ বৃত্তি। ছোটবেলা থেকেই গল্প ও বক্তব্য শোনার প্রতি তার ঝোঁক। অবসরে সে বই পড়ে ও সাইক্লিং করে। টিভি অনুষ্ঠান, খবর ও টক শো তার প্রিয়। ভবিষ্যতে সে অনেক কিছুই হতে চায়, তবে সবার আগে হতে চায় একজন ভালো মানুষ।

ফাহিমের সাক্ষাৎকার

প্রশ্ন :

স্কুলের ভালো লাগা—

শিক্ষকদের আন্তরিকতা।

প্রশ্ন :

স্কুলের খারাপ লাগা—

বিদ্যালয়ের পাঠাগার অতটা সমৃদ্ধ নয়।

প্রশ্ন :

স্বপ্ন দেখি—

বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে আমার দেশ।

প্রশ্ন :

এমন যদি হতো—

পরীক্ষাটা না থাকত!

প্রশ্ন :

নিজেকে যে ৩টি শব্দ দ্বারা বিশ্লেষণ করবে—

উদ্যমী, স্বাধীনচেতা আর চঞ্চল।

প্রশ্ন :

কোথায় যেতে ইচ্ছে করে—

মঙ্গল গ্রহে!

প্রশ্ন :

এত এত প্রতিযোগিতা, তার ওপর পড়ালেখার চাপ। সামলাও কীভাবে?

পড়ার ফাঁকে প্রতিযোগিতা আর প্রতিযোগিতার ফাঁকে পড়ালেখা করি।

প্রশ্ন :

কখনো কি স্কুল পালিয়েছ?

চেষ্টা যে করিনি, তা নয়...কিন্তু সফল হইনি!

(কিশোর আলোর এপ্রিল ২০১৭ সংখ্যায় প্রকাশিত)