‘ফেদার’-কাহিনি

অলংকরণ: জুনায়েদ আজীম চৌধুরী

আমার ছোট দুই যমজ ভাই আছে—সাকলাইন ও আসিফ। ভীষণ দুষ্টু। কয়েক মাস আগে ওরা দুজন মিলে এক জোড়া র‌্যাকেট ও একটি ফেদার কিনেছিল। ওরা যখন খেলে, তখন আমি পাশে বসে চেয়ে চেয়ে দেখি। কারণ, ওরা আমাকে কোনোভাবেই খেলতে নেবে না। যতবার খেলতে যায়, ততবার বলি খেলতে দেওয়ার জন্য। কিন্তু দেয় না। আমার ভীষণ রাগ হলো একদিন। খেলা শেষে যখন ওরা র‌্যাকেট ও ফেদার ঘরে রেখে দিয়েছে, তখন আমি সবার অগোচরে ফেদারটা নিয়ে নষ্ট করে ফেললাম। পরের দিন খেলতে যাওয়ার সময় অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না, আর আমিও চুপ। সেদিন আর খেলা হলো না। দুজনই মন খারাপ করে ঘরে বসে থাকল। তখন আমার কেন জানি খারাপ লাগল। মনে হলো, কাজটা করা ঠিক হয়নি। ওরা এখনো জানে না কাজটি আমার করা ছিল। কষ্টের জমানো টাকা দিয়ে ওগুলো কিনেছিল দুজন। ওদের সরি বলব বলেও বলা হয়নি। কিন্তু না বললে আমার নিজের খারাপ লাগছে। আমি আর কখনো ওদের দুজনের শখের জিনিসে হাত দিতে চাই না। সরি ভাইয়েরা, প্লিজ, আমাকে মাফ করে দিস।