ফেলে আসা মুহূর্ত...

ছবি: এহসান-উদ-দৌলা

ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর—চারটা বছর, হাসি-খেলার মধ্য দিয়ে খুব দ্রুত কেটে গেল। পিটিআই স্কুলে থাকা অবস্থায় ক্লাস ফোরেই সবচেয়ে বেশি মজা করেছি আমরা। ক্লাস ফোরে ওঠার পর ম্যাডামরা যখন জিজ্ঞেস করতেন, ‘কে কে অন্য স্কুলে চলে যাবা বা যেতে চাও?’ তখন পুরো ক্লাসের সবাই খুব উৎসাহ নিয়ে হাত তুলতাম। তখন সবাই বুঝেও ঠিক যেন বুঝতাম না। সবাই সবাইকে যে খুব মিস করব, তা কি আর তখন বুঝতাম? এখন মনে হয় স্কুলটা ক্লাস টেন পর্যন্ত হলেই ভালো হতো। সবাই একসঙ্গে আরও ছয় বছর থাকতে পারতাম, মজা করতে পারতাম। খুব বেশি খারাপ লাগত প্রথম প্রথম। খুব মিস করতাম স্কুলকে, স্কুলের মাঠ, ক্লাসরুমগুলোকে। সবচেয়ে বেশি মিস করতাম ম্যাডামদের ভালোবাসা। এখন আরও বেশি করি। আর মিস করি সেই সিঁড়িতে বসে গল্প করা, মজা করাটা। আমার জীবনের সেরা স্কুল ‘মাইজদী পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়’। এই স্কুল ছেড়ে চলে এসেছি ছয় বছর হলো, কিন্তু এই ছয় বছর স্কুলের কথা আমি কিন্তু ভুলিনি, কখনো ভুলবও না। আমাকে কেউ মিস করে কি না জানি না। তবে আমি আমার বন্ধুদের খুব মিস করি। আর মিস করি স্কুলে কাটানো প্রতিটি মুহূর্তকে।

(কিশোর আলোর অক্টোবর ২০১৭ সংখ্যায় প্রকাশিত)