হঠাৎ স্বপ্নে দেখলে তোমার কাছে এমন এক বয়াম আছে, যা জোনাকি পোকায় ভরা। কিন্তু আদৌ কি এমন বয়াম সংগ্রহ করতে পারবে? জোনাকি পোকা না হোক, ফেয়ারি গ্লো জার বানিয়ে এমন তাক লাগাতে পারবে সবাইকে। কীভাবে?
এই পদ্ধতির প্রয়োগের জন্য তোমার লাগবে তুলি, কাচের খালি বয়াম এবং ফ্লুরোসেন্ট রং। এটি এমন এক ধরনের উজ্জ্বল রং, যা অন্ধকারে নিলেও জ্বলে।
পদ্ধতি: প্রথমে একটি শুকনো জারের ভেতরে ফ্লুরোসেন্ট রং দিয়ে পুরোটা ছোট ছোট ফোঁটা দিয়ে ভরে দাও। এরপর পুরো জার রোদে দিয়ে শুকিয়ে নাও। তারপর জারের ঢাকনা লাগিয়ে অন্ধকারে রেখে দাও। দেখবে কেমন করে জ্বলছে।
দেখলে তো, কত সহজেই বন্ধুদের তাক লাগিয়ে দেওয়া যায়। চাইলে ইন্টারনেটে ইউটিউবে How to make a fairy glow jar লিখে সার্চ দাও। দেখবে কত মজার একটি বিষয় এটি। সেখান থেকে দেখে দেখে করলে ব্যাপারটা তোমার জন্য আরও সহজ হবে।