বন্ধুরা, আই মিস ইউ

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমি জানি, অপরাধটা আমারই। ক্লাস সেভেনের অর্ধেক সেশনের পরে টাঙ্গাইল থেকে তোদের ছেড়ে ঢাকায় চলে এলাম। একটা খোঁজখবরও নিতে পারলাম না। কারণ, আম্মুর ফোনের সব নম্বর উধাও হয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বাস কর, বিন্দুবাসিনী গার্লস হাইস্কুলের দেড়টা বছর আমার জীবনের সেরা সময়। প্রব, মুনিয়া, রিশা, লাবণী, রূপালী, পূর্ণা—তোদের সবাইকে আমি অনেক মিস করি। মিস করি ফরিদা মিসের কাছে বকা বা মার খাওয়ার মুহূর্তগুলো। আমি তোদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু তোদের সঙ্গে কাটানো সব মুহূর্ত মনে করে আমি আজও মুচকি হাসি। তোদের কারও নম্বর আমার কাছে নেই। আমার নম্বর থাকলে প্লিজ যোগাযোগ করিস। আর কিআকে ধন্যবাদ।