বর্ণিল বিজ্ঞান মেলা!

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো তৃতীয় বিএমআরপিসি জাতীয় বিজ্ঞান মেলা ২০২২। উৎসবের আয়োজন করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বিজ্ঞান ক্লাব।

২৩ মার্চ উদ্বোধন হওয়া এ মেলায় অংশ নেয় দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার প্রতিযোগী। মেলা উপলক্ষে দেয়ালপত্রিকা ও স্ক্র্যাপবুক প্রদর্শনী হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে। মেলায় দুই দিনই আকর্ষণের বিষয় ছিল রোবো সকার। রোবট খেলছে ফুটবল এমন দৃশ্য দেখার মধ্যেও আনন্দ আছে। এ ছাড়া দুই দিনব্যাপী চলে প্রজেক্ট প্রদর্শনী। মেকানিক্যাল, নন-মেকানিক্যাল এবং আইটি—এ তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা। কুইজ, অলিম্পিয়াডসহ পুরো মেলায় ছিল আরও বিভিন্ন আয়োজন।

প্রতিযোগিতার পাশাপাশি মেলার অংশ হিসেবে দুদিন দুটি সেমিনার অনুষ্ঠিত হয় কলেজ অডিটরিয়ামে। ‘রোবোটিকস’ এবং ‘ইভল্যুশন অব সায়েন্স’ শীর্ষক সেমিনার দুটিতে শিক্ষার্থীদের আগ্রহ ছিল ব্যাপক।

২৪ মার্চ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামে দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলার। জমকালো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল কিশোর আলো।