বসন্তের রঙ্গিলা প্রজাপতি

১. প্রথমে এক পিঠে হলুদ রঙের একটি বর্গাকার কাগজ নাও। কাগজটি ডটলাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
২. পুনরায় ডটলাইন বরাবর ভাঁজ করে ভাঁজ ফিরিয়ে নাও।
৩. এখানে চারটি ডটলাইন। প্রথমে ২ ও ৩ নম্বর ডটলাইন বরাবর মাঝের দিকে ভাঁজ করো। পরে ১ ও ৪ নম্বর ডটলাইন বরাবর মাঝের দিকে ভাঁজ করো এবং চাপ দিয়ে মিশিয়ে দাও। তাতে ৪ নম্বর চিত্রের মতো পাবে।
৪. ৩ নম্বর ধাপের অনুরূপ। (তাতে ৫ নম্বর চিত্রের মতো পাবে।)
৫. কাগজটি এবার ঘুরিয়ে নাও।
৬. কাগজটি এবার ঘুরিয়ে নাও।
৭. ৩ নম্বর ধাপের অনুরূপ। (তাতে ৮ নম্বর চিত্রের মতো পাবে।)
৮. এবার চার কোনার ত্রিভুজাকার চারটি অংশ কেটে ফেলে দাও বা ভেতরের দিকে ভাঁজ করো।
৯. কাগজটি আবার ঘুরিয়ে নাও এবং পছন্দমতো বাড়তি রঙে রাঙিয়ে নাও প্রজাপতির পাখা!
১০. এমন করে পরপর আরও কয়েকটি বানিয়ে নাও আর সাজিয়ে রাখো তোমার পড়ার টেবিলঘেঁষা দেয়ালে। এবার বন্ধুরা বাসায় এলে যদি বেখেয়ালে বলে ফেলে, ‘প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা?’, তখন তো তুমি বাহবা নিতেই পারো! বসন্তের ফুলে ফুলে যে প্রজাপতি উড়ে বেড়ায়, তাকে এমন করে ঘরে বন্দী করার ফন্দি তো অরিগ্যামিতেই মেলে, কী বলো?