বাচ্চাকাচ্চা

অলংকরণ: রাকিব রাজ্জাক

আমি তখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি। স্কুলের টিফিন টাইমের সময় গল্প প্রসঙ্গে জন্মদিনের কথাটা উঠে এল। সবাই সবার জন্মতারিখ বলছে। এবার পালা আমার ও জারিনের (আমার বান্ধবী)। আমি বললাম ২ মে ও জারিন বলল ৭ মে। আমরা যখন ২ মে ও ৭ মে বলছি, ঠিক তখনই সৃষ্টি (আমার আরেক বান্ধবী) এল। আমাদের ২ মে ও ৭ মে বলা শুনে সে বলল, ‘তোরা এখনই হিসাব করতে বসে গেলি যে তোরা কয়টা বাচ্চা-কাচ্চা নিবি!’

লেখক: ষষ্ঠ শ্রেণি, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পাবনা