বানাও অ্যানিমেশন ছবি

তোমার যা যা লাগবে

  • একটু শক্ত কাগজ

  • পেনসিল

  • রং করার পেনসিল

  • কাঁচি

  • আঠা

১. দুটি শক্ত কাগজে এই ছবি দুটো এঁকে নাও। পাখিটিকে রং-পেনসিল দিয়ে রং করো।
২. দুটি শক্ত কাগজে এই ছবি দুটো এঁকে নাও। পাখিটিকে রং-পেনসিল দিয়ে রং করো।
৩. দুটো ছবির পেছনের অংশে আঠা দিয়ে পেনসিলের মাথায় এভাবে লাগিয়ে নাও।
৪. দুটো ছবির পেছনের অংশে আঠা দিয়ে পেনসিলের মাথায় এভাবে লাগিয়ে নাও।

কেন এমন হয়

পাখিটাকে খাঁচার ভেতর মনে হওয়ার কারণ হলো, দুটো ছবিই এত দ্রুত ঘুরছে যে দুটোকে আলাদা করে তোমার মস্তিষ্ক বুঝতে পারে না। একটি ছবির রেশ তোমার মস্তিষ্কে থাকতে থাকতেই আরেকটি ছবি ঢুকে যায়। দুটো ছবিকে একটা ছবি বলে মনে হয়। এভাবেই আগের আমলে একটার পর একটা ছবি পাশাপাশি সাজিয়ে সেগুলো দ্রুত নাড়াচাড়া করে কার্টুন ছবি তৈরি করা হতো।

মাই বিগ সায়েন্স বুক থেকে