বাড়ির কাজ

অলংকরণ : রাকিব রাজ্জাক

২০১৯ বিশ্বকাপের সময়কার ঘটনা। ক্লাস টেনে গণিত ক্লাস নিতেন নাউম স্যার। প্রতিদিন বাড়ির কাজ দিতেন খুব বেশি। একদিন বাংলাদেশের খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বাংলাদেশ দারুণভাবে জিতছিল। অসাধারণ একটা খেলা হয়েছিল। সবার মতো আমরাও খেলা দেখেছিলাম সব ভুলে। পরের দিন ক্লাসে গিয়ে দেখা গেল, অনেকেই নাউম স্যারের বাড়ির কাজ আনেনি। স্যার অন্য সবার মতো আঁখিকে জিজ্ঞেস করল, ‘বাড়ির কাজ আনো নাই কেন?’ আঁখি বলল, ‘স্যার, খেলা দেখছিলাম।’

স্যার বলেন, ‘খেলা তো রাতে হয়েছে। সকালে কী করছ?’ তখন আঁখি খুব ভেবে বলল, ‘স্যার খেলাটা খুব ভালো লাগছিল। তাই সকালে আবার রিপিট খেলা দেখছিলাম।’

আফসারা তাসনীম, এসএসসি পরীক্ষার্থী ২০২০, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ