বিজয় দিবস মানে

অলংকরণ: আরাফাত করিম

আজকে মহান বিজয় দিবস

ষোলই ডিসেম্বর,

তাই তো আমরা হাসছি, গাইছি

নাচছি নিরন্তর।

লাল-সবুজের দৃপ্ত পতাকা

আমাদের হাতে হাতে,

আমাদের দেখে হাসছে সূর্য

পাখিরা খেলায় মাতে।

গাইছি আমরা ‘সোনার বাংলা’

‘জয় বাংলার জয়’,

গাইতে গাইতে মুক্তিযোদ্ধা

হয়ে যাই নির্ভয়।

যুদ্ধের মাঠে চলে যাই আর

ভীষণ যুদ্ধ করি,

বুকে মনোবল এগোই সমুখে

সাহসে অস্ত্র ধরি।

এসব ভাবনা ভাবতে ভাবতে

চলে আসি সেইখানে,

বীর যোদ্ধার শহীদ বেদিতে

প্রাণের তীব্র টানে।

অবনত হয়ে জানাই শ্রদ্ধা;

স্মরণে তাদের গাই—

তোমরা অমর, কোটি বাঙালির

হৃদয়ে নিয়েছ ঠাঁই।

মহান বিজয় দিবস মানেই

শুধু উৎসব নয়,

মুক্তিসেনার প্রতিও হৃদয়

শ্রদ্ধাবনত হয়।