বিল্লুর প্রশ্ন

অলংকরণ: রাকিব রাজ্জাক

‘কোন প্রাণি লেজ দিয়ে ভাত খায়?’ বিল্লুর প্রশ্নটি শুনে সবাই হাঁ করে চেয়ে রইল। কেউ কেউ মাথা চুলকাচ্ছে, আবার কেউ নখ কামড়াচ্ছে। কিন্তু কেউ প্রশ্নটির কোনো সুরাহা করতে পারছে না। ওদিকে ওসব কাণ্ড দেখে মুচকি হাসছে বিল্লু। ক্লাস ফাইভে পড়ে সে। খুবই দুরন্ত আর চটপটে। কিন্তু পড়াশোনায় মহা ফাঁকিবাজ। ক্লাসের টিচার হলে তো যেনতেন। বাসার টিচার হলে নাকে দড়ি দিয়ে ঘোরায়। পড়াশোনায় যা–তা হলেও উপস্থিত বুদ্ধিতে সবার চেয়ে এক কাঠি এগিয়ে। তার ক্লাসের অনেকে গুরু মানে তাকে। আজ তাদের স্কুলে কিশোর আলোর বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। প্রচুর শিক্ষার্থী আর অভিভাবক, জ্ঞানীগুণীর সমাবেশ। এই অনুষ্ঠানেরই একটি অংশ হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেছিলেন সঞ্চালক। তড়িঘড়ি করে বিল্লু হাত উঠিয়ে মাইক্রোফোন নিয়ে প্রশ্নটি করল। প্রশ্নটি শুনে সবাই আগে একচোট হেসে নিল। ভাবল, এ আবার কি কোনো প্রশ্ন হলো। কিন্তু উত্তর খুঁজতে গিয়ে তো তাদের নাজেহাল অবস্থা। বিচারকমণ্ডলীরা নিজেদের মধ্যে আলাপ–আলোচনা করছেন প্রশ্নের উত্তর কী হতে পারে, তা নিয়ে। ওদিকে ওসব দেখে বিল্লু মুচকি হাসছে। শেষ পর্যন্ত তারা বিল্লুকেই বলল তার করা প্রশ্নের উত্তর দিতে। বিল্লু তো মহাখুশি। মাইক্রোফোনটা নিয়ে উত্তর বলতেই হাততালিতে কেঁপে উঠল তাদের স্কুলের পুরো মাঠ। অট্টহাসিতে সবার বাহবা পেতে লাগল। সবচেয়ে বড় কথা তার প্রশ্নটি শ্রেষ্ঠ প্রশ্ন হিসেবে নির্বাচিত হয়ে ছিনিয়ে নিয়েছে প্রথম পুরস্কার। শুধু তা–ই নয়, বিল্লু সম্পর্কে আগে সবার যে রকম ধ্যানধারণা ছিল, তা কিছুটা হলে পাল্টে গেছে। এবার কি তোমরাও শুনতে চাও, কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় প্রশ্নটির উত্তর। এর উত্তর ‘মানুষ’। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, যারা লেজ দিয়ে ভাত খায়। একমাত্র মানুষই মাছের লেজ দিয়ে ভাত খায়।

লেখক: শিক্ষার্থী, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার।