বিষ, বাল্ব এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • খুব মশা কামড়াচ্ছে বলে রেগে গিয়ে মেহেদি বিষ খেয়ে নিল! তারপর বলল, নে এবার রক্ত খা, খেলেই মরবি।

  • আসিফদের ক্রিকেট টিমের সঙ্গে মানিকদের ক্রিকেট টিমের ম্যাচ চলছে। আসিফরা প্ল্যান করছে—
    আসিফ: এবার কিছুতেই মানিকদের ১০০–এর বেশি রান করতে দেব না।
    টিমমেট: কিন্তু কীভাবে?
    আসিফ: আমরাই ৯৩ রানে অলআউট হয়ে যাব!

  • বস: আপনার কি ঘুম না আসা রোগ গুরুতর হয়ে উঠেছে?
    আমিন সাহেব: কেন স্যার?
    বস: আজই প্রথম মিটিংয়ে বসেও আপনি ঘুমাননি!

  • বাবুল: কী রে, কী করছিস?
    হাবুল: বাল্বের গায়ে বাবার নাম লিখছি।
    বাবুল: কেন?
    হাবুল: মা আজ সকালেই বলেছে, বাবার নাম উজ্জ্বল করতে হবে আমায়।

  • তমালের মাথা ফেটে গেছে।
    ডাক্তার: মাথা ফাটল কী করে?
    তমাল: আমি ইট দিয়ে পাথর ভাঙার কাজ করছিলাম। কামাল ভাই এসে বলল, মাথাটাও তো কখনো কাজে লাগাও।

  • ডাক্তার: আপনার ডান পায়ের ব্যথাটা বেশি বয়সের কারণেই হয়েছে।
    অমল দাদু: কিন্তু আমার বাঁ পায়ের বয়সও তো একই।

  • খাবার টেবিলে বসে—
    ছেলে: বাবা, তেলাপোকা খেতে কেমন?
    বাবা: খাওয়ার সময় বাজে কথা বলতে হয় না। চুপচাপ খাওয়া শেষ করো। পরে শুনব।
    খাওয়া শেষ হওয়ার পর—
    বাবা: হুম, কী যেন বলছিলে?
    ছেলে: বলছিলাম, ডালে একটা তেলাপোকা পড়েছে। কিন্তু তুমি তো সবটুকু ডাল খেয়ে ফেলেছ!