বিয়ের খাবার, চশমা এবং অন্যান্য

আঁকা: আবদুল্লাহ মামুর
  • ডাক্তার: স্যরি, আপনার একটা কান কেটে দিতে হবে।
    রোগী: তাহলে যে আমি দেখতে পারব না।
    ডাক্তার: না না আমি আপনার চোখের কিছু করব না।
    রোগী: জানি তো। কিন্তু আমার চশমার ডাঁটা দুটি কোথায় আটকাব?

আঁকা: আবদুল্লাহ মামুর
  • এক বিয়েতে খাবার না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছিল সবাইকে।
    এক লোক বিরক্ত হয়ে বলল, ভাইজান...গলায় পানি আটকে গেছে...!! একটু বিরিয়ানি মিলবে???”

আঁকা: আবদুল্লাহ মামুর
  • এক হাড়কিপটের ঘরে মেহমান এল।
    কিপটে: কী খাবেন? ঠান্ডা না গরম?
    মেহমান: ঠান্ডা।
    কিপটে: পেপসি নাকি রুহ আফজা?
    মেহমান: পেপসি।
    কিপটে: গ্লাসে খাবেন নাকি বোতলে?
    মেহমান: গ্লাসে।
    কিপটে: নরমাল গ্লাসে না ডিজাইনওয়ালা গ্লাসে?
    মেহমান: ডিজাইনওয়ালা গ্লাসে।
    কিপটে: কী ডিজাইন, ফুলের নাকি ফলের?
    মেহমান: ফুলের ডিজাইন।
    কিপটে: কী ফুল, গোলাপ না বেলি?
    মেহমান: গোলাপ ফুলওয়ালা।
    কিপটে: বড় বড় গোলাপ ফুলওয়ালা নাকি ছোট ছোট গোলাপওয়ালা?
    মেহমান: ছোট ছোট।
    কিপটে: স্যরি, আপনাকে তাহলে আমি আর পেপসি খাওয়াতে পারলাম না, কারণ আমার ঘরে ছোট ছোট গোলাপের ডিজাইনওয়ালা কোনো গ্লাস নেই! বাড়িতে আসার জন্য ধন্যবাদ!! আবার আসবেন!!!

আঁকা: আবদুল্লাহ মামুর
  • পল্টুর ওজন বেড়ে যাওয়ায় ডাক্তারের কাছে গেছে।
    ডাক্তার: প্রতিদিন ৫ কিমি করে দৌড়াবেন, তাহলে ১ বছরে ১৫ কেজি ওজন কমবে।
    ১ বছর পর পল্টু ডাক্তারকে ফোন করল:
    পল্টু: ভাই, ওজন তো কমছে কিন্তু বাড়ি ফেরত যাব কীভাবে? প্রতিদিন ৫ কিমি দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে ১ হাজার ৮২৫ কিমি দূরে চলে আসছি।