ব্যাকরণ, মাছের কথোপকথন এবং অন্যান্য

অলংকরণ: মাহফুজ রহমান
  • একদিন ক্লাসে বাংলা স্যার ব্যাকরণ পড়াচ্ছেন। হঠাৎ স্যার তালহাকে জিজ্ঞেস করলেন। বল তো ‘ভাতের অভাব’—এক কথায় কী?
    তালহা: জানি না স্যার।
    বাংলা স্যার: কেন জানিস না, ভাতের অভাব মানে হাভাত।
    এর কয়েক দিন পর বিজ্ঞান ক্লাসে স্যার তালহাকে জিজ্ঞেস করেন।
    বল তো, পানির অভাব এক কথায় কী?
    জয়: কেন স্যার। হাঁপানি।

  • দুই বন্ধু মাঠে হাঁটছে ও গল্প করছে। এমন সময় একে অপরকে বলল—
    : দোস্ত ওই গরুটা মনে হয় তোকে কিছু বলছে!
    : হ্যাঁ বলছে, এই গাধাটার সঙ্গে হাঁটছ কেন?

  • এক পুকুরে দুটি মাছের কথোপকথন—
    : এই বদ্ধ জায়গায় আর ভালো লাগে না। এই পুকুরের বাইরের জগত্টা দেখতে বড় সাধ হয়।
    : এখান থেকে বেরোনোর একটা মাত্র উপায় আছে। বড়শি দেখলেই ঝুলে পড়বে।

সংগ্রহে: জয়মা মুনমুন, লক্ষ্মীপুর।

  • শিক্ষক: বল তো জহির, শিক্ষকদের স্থান কোথায়?
    জহির: কেন স্যার, আমার পেছনে।
    শিক্ষক: শিক্ষকদের শ্রদ্ধা করতে শেখোনি। তোমার কিছু হবে না!
    জহির: কেন স্যার, আমার বাবা তো প্রায়ই বলেন, তোর পেছনে অত মাস্টার লাগালাম, তবু তুই পাস করতে পারলি না।

সংগ্রহে: অর্থি রিফা, ঢাকা।

  • শিক্ষক: কালকে যে পড়া দিয়েছিলাম সেটা সবাই শিখে এসেছ?
    ছাত্রছাত্রীরা: হ্যাঁ, স্যার।
    শিক্ষক: পড়া বলো।
    ছাত্র: পারিব না।
    শিক্ষক: কেন? এতক্ষণ তো পারবে বলছিলে।
    ছাত্র: স্যার, কবিতার নামই তো ‘পারিব না’।

সংগ্রহে: পুলক, চট্টগ্রাম।