ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ!

১. একটা বর্গাকার কাগজকে মাঝ বরাবর লম্বালম্বি ও আড়াআড়ি ভাঁজ দাও এবং ভাঁজগুলো খুলে ফেলো।
২. এবার নিচের অর্ধেক কাগজকে আবার মাঝ বরাবর ভাঁজ দিয়ে ওপরে নিয়ে আসো। লক্ষ রাখবে, কিনারাগুলো যেন মিলে যায়।
৩. ডট লাইন বরাবর ওপরের দুটি ত্রিভুজকে ভাঁজ করে নিচে নিয়ে আসো।
৪. ‘গ-ঘ’ ও ‘চ-ছ’ রেখা বরাবর ভাঁজ করে দুই পাশের কাগজকে কখ বিন্দুতে মেলাও।
৫. ‘ত-থ’ রেখা বরাবর ভাঁজ দিয়ে নিচের কাগজকে ওপরে নিয়ে আসো।
৬. যে কাগজটুকু ভাঁজ করে ওপরে তুললে, সেই কাগজটিকে আবার অর্ধেক ভাঁজ দিয়ে নিচে নিয়ে আসো।
৭. পুরো কাঠামোটাকে এবার উল্টে দাও।
৮. চোখ এঁকে দাও। হয়ে যাবে তোমার ব্যাঙ। এখন লাল তারায় হালকা একটা চাপ দিলেই দেখবে কেমন তিড়িংবিড়িং লাফাচ্ছে তোমার ব্যাঙ।