ভাগশেষ, বৃষ্টির দিন এবং অন্যান্য

  • শিক্ষক: বল তো ভাজ্য, ভাজক, ভাগশেষ এবং ভাগফলের মধ্যে পার্থক্য কী?
    নিহাল: ভাজ্য হচ্ছে যা ভাজা হয়, যেমন মুড়ি ভাজা হয়। ভাজক হচ্ছে ভাজার পরে যা তৈরি হয়, যেমন কাবাব। এখানে মাংসটা খুব ভালোমতো ভাজা হয়ে গেল। ভাগফল হচ্ছে ভাজার পর যেটা পাওয়া যায় সেটা। আর সবশেষে ভাগশেষ হচ্ছে ভাজার পর যা সবার মাঝে ভাগ করে দেওয়া হয়!

  • বর্ষাকালে বেড়াতে গিয়ে হোটেলে উঠেছে ইমন। হোটেলে নিজের রুমটা দেখার পর ইমন জিজ্ঞেস করল হোটেল বয়কে, তোমাদের হোটেলে পানির কোনো সমস্যা নেই তো?
    হোটেল বয়: সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, স্যার। এমনিই এখন বৃষ্টির দিন। তা ছাড়া আমাদের ছাদে যথেষ্ট পরিমাণে ফুটো আছে। পানিটানি নিয়ে টেনশন নিয়েন না!

  • আরিফ আর রাসেল রেস্টুরেন্টে পিৎজা খেতে গেছে।
    ওয়েটার: স্যার, আপনাদের পিৎজাটা কয় ভাগ করে দেব? চার ভাগ না ছয় ভাগ?
    আরিফ: তুমি পিৎজাটা আট ভাগ করে নিয়ে এসো, কারণ, আজ আমার একটু বেশিই ক্ষুধা পেয়েছে।

  • ব্যাকরণের শিক্ষক: বল তো তুষার কাল কয় প্রকার?
    তুষার: কাল ১০ প্রকার।
    শিক্ষক: কেমন করে, বল শুনি।
    তুষার: সকাল, বিকাল, শীতকাল, গরমকাল, আকাল, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। এ ছাড়া আছে ব্যান্ডের ভোকাল আর একটা ফলও আছে স্যার, নাম মাকাল।

  • মালিক তার বাগানের মালি আবুলকে বলছে, আবুল, আজ গাছে পানি দিয়েছিস?
    আবুল: জি না হুজুর! বাইরে তো বৃষ্টি হচ্ছে।
    মালিক: তো কী হয়েছে? ছাতা মাথায় দিয়ে যা!