ভাঙা কাচ

অলংকরণ: মাহাতাব রশীদ
অনেকেই আছে, যারা রহস্যের গন্ধ পেলে ছোঁক ছোঁক করে ওঠে। সুযোগ পেলেই গোয়েন্দাগিরি করতে কোমর বেঁধে লেগে পড়ে। কিন্তু সত্যিকার গোয়েন্দা হতে হলে আগে দরকার ক্ষুরধার বুদ্ধি। সে জন্য চোখ-কান খোলা রাখা আর রহস্য নিয়ে নিয়মিত মাথা ঘামানোর বিকল্প নেই। রহস্যপ্রিয় পাঠকদের জন্য থাকছে রহস্য ধাঁধা। নিজে নিজে এর সমাধান করে আপাতত গোয়েন্দা বনে যেতে পারো।

বিখ্যাত চৌধুরী পরিবার থেকে থানায় ফোন করা হলো, বাড়ির বউদের সব গয়না চুরি হয়েছে। আপনারা বাসায় এসে ফিঙ্গারপ্রিন্টসহ সব প্রমাণ নিয়ে যান। পুলিশ বাসায় যেতেই বাড়ির বড় ছেলে জয়ন্ত জানালার ভাঙা কাচের দিকে দেখিয়ে বলল, সম্ভবত এই জানালা ভেঙে চোর ঘরে ঢুকেছে।

পুলিশ জানালার কাছে গিয়ে দেখল ঘরের ভেতরে কয়েকটি ছোট ছোট কাচের টুকরো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। এটা দেখে তারা বলল, বেশি তদন্তের প্রয়োজন নেই। চুরিটা কেউ বাইরে থেকে এসে করেনি।

পুলিশ এত নিশ্চিত হলো কীভাবে?

উত্তর

বাইরে থেকে জানালা ভাঙলে বেশির ভাগ ভাঙা কাচ ঘরের ভেতরে থাকার কথা। আর বাইরে থাকার কথা কয়েকটা ছোট টুকরো। বাস্তবে হয়েছে যেটার বিপরীত।