ভালো থাকিস

অলংকরণ: সাদমান মুন্তাসির

জানি, সেই সকালটা আর ফিরে আসবে না। রোল ৭২ ডাকলে আর উপস্থিত বলে সাড়া পাওয়া যাবে না। ইশ, ডাক শুনে পেছনে সেই চেনা মুখগুলো খুঁজে পাব না। আগে রাতে ঘুমাতে যাওয়ার সময় সকালের অপেক্ষায় থাকতাম। এখনো থাকি, কিন্তু সেই সকালটা যে আসে না, আমি সেই কল্পনাপ্রবণ মেয়েটি এখনো স্বপ্ন দেখি। এমন যদি হতো সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখতাম, সব আগের মতোই আছে। আমি বসে আছি লাস্ট বেঞ্চে। তাসনিমের জন্য অপেক্ষা করছি। নয়তো ঘুম থেকে উঠতেই হঠাৎ কেউ এসে বলত, ইশা, জিনিসপত্র গুছিয়ে নাও, তোমাকে তোমার স্কুলে ফিরিয়ে নিয়ে যাব। ইশ। এমন যদি হতো স্কুলে গিয়ে সবাইকে চমকে দিতাম। এমন কত কিছুই ভাবি আমি। আমার লেখাটা কিশোর আলোর পাতায় ছাপবে, হয়তো ছাপবে না। রয়ে যাবে আমার ডায়েরির পাতায়। ডায়েরিটাও চিরদিন হয়তো ঠিক থাকবে না। কিন্তু সেই স্মৃতিগুলো আমার মনের অ্যালবাম থেকে কখনো মুছবে না। মাস যাবে মাস আসবে। আমি লিখে যাব কিআকে। কোনো ৬ সেপ্টেম্বর হয় আমাকে কিআ পড়তে দেখা যাবে। কিন্তু সেই ৬ সেপ্টেম্বর...আমি দেখতে পারব না। জানি যতই চেষ্টা করি, খুঁজে পাব না সেই হারিয়ে যাওয়া দিনগুলো। যদি আমার লেখা পড়ে থাকিস, বলব বন্ধু ভালো থাকিস, কিআ পড়িস। স্কুলে দেখা না হলেও দেখা তো হতেই পারে কিআয়।

শুভ জন্মদিন, অ্যাংরি বার্ড।