মশার কামড়

অলংকরণ: শিখা

আমি ক্রিকেট খেলছি। যে দলে খেলছিলাম সে দলের টার্গেট রান ছিল ৮ ওভারে ৫৬। আমি যখন ব্যাট করব, তখন ৩০ রান দরকার ৪ ওভারে। প্রায় সব ভালো ব্যাটসম্যানই আউট হয়ে গেছে। একজন লোক আছেন, যিনি আমাদের ওই মাঠে প্রায়ই খেলতে দেন না। তাঁর নাম রায়হান।

ওই দিন আমি ব্যাট করার সময় বোলার খুব আস্তে একটি বল করল। আমি সেই বলটি ছয় মারার জন্য এগিয়ে মারলাম এক শট। রায়হান ভাই তখন ওই মাঠের এক কোণে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। বলটি সোজা গিয়ে পড়ল তাঁর মাথায়। তিনি তো তাঁর হাতের মোবাইলটিও ছেড়ে দিয়েছিলেন। রাগে তিনি আমার কাছে এসে আমাকে একটা থাপ্পড় মারলেন। তখন আমি হঠাৎ আঁতকে উঠলাম। বুঝতে পারলাম, আমি পড়ার টেবিলের সামনে বসে আছি। আর একটি মশা আমার গালে কামড় দেওয়ায় নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছি। বুঝতে পারলাম, খেলার মাঠে নয়, বরং আমার পড়ার টেবিলে বসে ঝিমুচ্ছিলাম আমি।