মহাকাশে পল, পাওনা টাকা এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • অ্যান্ড্রু: পল কোথায়?
    জোন্স: সে আর এ পৃথিবীতে নেই!
    অ্যান্ড্রু: পল মারা গেছে? সে আমার খুব ভালো বন্ধু ছিল।
    জোন্স: আরে না! পল অ্যাস্ট্রোনট হয়ে মহাকাশে আছে।

  • এক আমেরিকান জেনারেল জাপানে গেছেন কোনো একটা কাজে। সেখানে এক ভোজসভায় বিশাল বক্তৃতার পর তিনি একটা কৌতুক বললেন। বেশ লম্বা কৌতুক। বলতেই দুই মিনিট লাগল।
    কিন্তু জাপানি দোভাষী মাত্র দুই সেকেন্ডে সেটি অনুবাদ করে দিল এবং সবাই হো হো করে হাসতে লাগল। ভোজসভা শেষে জেনারেল দোভাষীকে বলেন, এটা কী করে সম্ভব, এত বড় কৌতুককে তুমি এত ছোট করে অনুবাদ করলে কীভাবে?
    আমি তো কৌতুক অনুবাদ করিনি।
    তাহলে?
    আমি বলেছি জেনারেল একটা কৌতুক বলেছেন। সবাই হাসো।

  • পুলিশ: আপনি মাত্র ১৫ কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছেন কেন?
    চালক: হাইওয়ের শুরুতেই গতিসীমা লেখা ছিল ১৫।
    পুলিশ: ওটা গতিসীমা নয়, ওটা হাইওয়ের নম্বর। অর্থাৎ এটা ১৫ নম্বর হাইওয়ে।
    চালক: ওহ! তাহলে তো ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন থেকে আমি স্বাভাবিক গতিতে চালাব।

    পরদিন...

    পুলিশ: আপনার গাড়ির পেছনের সিটে দুজনকে দেখতে পাচ্ছি, তারা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, অল্প অল্প কাঁপছে, মনে হচ্ছে খুব শক পেয়েছে। কী ব্যাপার?
    চালক: না মানে, একটু আগে ৩১০ নম্বর হাইওয়ে পার হয়ে এলাম তো!

  • : আমার পাওনা টাকা দেবেন কি না বলেন?
    : আজ পারছি না, কাল দিয়ে দেব।
    : ও কথা অনেক শুনেছি। আজ এক্ষুনি টাকা দিতে হবে।
    : দেব না, কী করবেন?
    : কিছুই করব না, শুধু আপনার অন্য পাওনাদারদের
    বলব যে আমার পাওনা আপনি মিটিয়ে দিয়েছেন।